ও সই বলে দে আমারে
কোন ঠিকানায় তোর বসতি কোথায় বাড়িরে।


ও সইগো সই
আকাশ ভরা লক্ষ বাতি
দেখি যোজন দূরে
রাত পাহারা শেষে তারা
যায়গো চলে ভোরে।
যায়না তোরে কোথাও দেখা দুঃখ বলি কারে
কোন ঠিকানায় তোর বসতি কোথায় বাড়িরে।


ও সইগো সই
আপন ভেবে সঙ্গী করে
বাঁধলে আমায় প্রেম ডুরে
এখন দেখি সব ছলনা
মেলেনা আর তোরে ।
কোন ঠিকানায় তোর বসতি কোথায় বাড়িরে।


ও সইগো সই
যেই বাগিচার গাছে বসে
খেলছি দুজন হেসে হেসে
সেই বাগিচা পাইনা খুঁজে
চোখে অশ্রু ঝরে।
কোন ঠিকানায় তোর বসতি কোথায় বাড়িরে।


ও সইগো সই
জীবন তরীর পারাপারে
পাইনি কভু আমার ধারে
মিলবে বুঝি তোরই দেখা
গেলে পরপারে।
কোন ঠিকানায় তোর বসতি কোথায় বাড়িরে।