আমি যশোদা,
অকাল সধবা এক নারী
প্রেমের ফুল ফোটার আগেই
ভাঙতে হয়েছিল আমাকে সাজানো বিয়ের পিঁড়ি।


বাসর রাতে আঁধার এলো
নড়লোনা তবু মাথার সিঁথি
কামনা-বাসনা মেটার আগেই
জড়সড়, আষ্টে-পৃষ্টে বেঁধে নিলো মোরে
জনমের ভীতি।


রোজদিন প্রাতে লাগাই মাথায়
তোমার নামে সিঁদুর ফোটা
হয়না বাসি, তবু দিয়ে যাই রোজ-
সিঁদুর কি হয় কখনো, শুনেছো হয়েছে ঝুটা?


সন্ধ্যা আরতি ভক্তি জানাই
করে যাই তোমার পুজা
এতদিন পরে-তোমারই আছে
তোমারই সিঁদুর মাথায় পরে
তোমারই প্রতীক্ষায়, তোমারই যশোদা।


সারারাত পাখিদের সনে
নির্ঘুম করে যাই গান
আড্ডা, কতকথা, মান-অভিমান।


এতদিনে সকলেই জেনে গেছে
লুকানো ভীতি
তুমি মানো আর নাই মানো
আমি জানি আর ভগবান জানে
তুমিই আমার পতি।