১)
আমারে লয়ে আমাতে বিভোর গেয়ে যাই গান
খেয়াল খুশিতে নাচে, সদা মম মনোপ্রাণ।
ভাবি মনে এইদিন চিরদিন, পৃথিবী আমার
সমন আসিবে যবে দম্ভের হবে অবসান ।
২)
যে শিশু জন্মিছে আজ ধরা দিতে তাকে সাজ
পুরাতন দেবে ছুড়ে ,করে নাও সময়ের কাজ।
বরণ করিতে তারে, শাখে পাখি গান করে
নবীনের জয়গান বৃথা কাঁদো, মিছে তব লাজ।
৩)
কুমারের ঘটি, গড়ে দিয়ে মাটি হয় কাজ শেষ
পোড়ায় নষ্ট ঘটি ছুড়ে ফেলি, মুছে তার ক্লেশ।
আনবে আবার মাটি, গড়বে একই নতুন পুতুল
কে এলো কে গেলো, নেই যেনো ফুরসৎ নেই ভাবলেশ।
৪)
শখের বাগান বাড়ি, মদ-নারী, প্রফুল্ল বদন
মন খুশি করে যাও, যত পাও আনন্দ সদন।
কবরেতে শোয়ে একা, নাই পাবে কোন সখা
বগলে জমার খাতা, একা ঘর করবে রোদন।