আমরা যুদ্ধ করেছি,স্বাধীনতার জন্য
তোমরা যুদ্ধ করছো আজ
ক্ষমতার জন্য।
তোমাদের সাথে আমাদের ফারাকঃ
আমরা ছিলাম মুক্তিকামী জনতা
তোমরা করছো যাহা-
সব বিচারেই তাহা গণহত্যা।


পিশাচ,নরখাতক আর অমানবিকতায় ভরা
তোমাদের কর্ম
তোমাদের স্বার্থে সকল অর্থে
জনতাকেই বেঁচে নিয়েছো
তোমরা তোমাদের বর্ম।


আমরা যুদ্ধ করছি ছিনিয়ে আনতে
একটি স্বাধীন জন্মভূমি
ক্ষমতার নামে করছো তোমরা
সূজলা-সুফলা দেশটারে আজ বিরানভূমি।


আমরা জনতা আমরা স্বাধীন
আমরা মানিনা কোনদিন কাউকে প্রভু
তোমাদের খেয়ালে আমরা কি হতে পারি
তোমাদের নগ্ন অধীন?


আমরা হটাবো তোমাদের যত
হিংস্র থাবা
এ দেশ আমাদের
ভেবোনা এ জনতা কিছুই বুঝেনা
একদম হাবাগুবা।


জাগবে মানুষ, জাগবে এ দেশের বীরজনতা
আর বেশিদিন নয় গুড়িয়ে দেবে
তোমাদের অপকর্ম আর-
পৈশাচিক বর্বরতা।