বায়ান্নতে জন্ম তোমার
তুমি ভাষার মাস
অর্ধ শতক পরও শুনি
তোমার দীর্ঘশ্বাস।


ফেব্রুয়ারিতে প্রকাশ করি
তোমার যত গুণ
মায়ের ভাষায় গদোগদো
বলি না ফাল্গুন।


সভা করি কথা বলি
গ্রন্থমেলা হয়
নতুন বইয়ের মলাটজুড়ে
তোমার স্তুতি রয়।


তুমি গেলে আবার মোরা
আগের মতো সেই
চাষা-ভুষার ভাষা তুমি
মোদের কাছে নেই।


নওতো তুমি কোনো দেবী
আসবে চড়ে রথ
পালকি চড়ে যাবে ফিরে
ধরে গিরীপথ।