প্রেম শিখাইয়া গেলায় বন্ধু আরেক ফাগুনে
অন্তর পুড়ে ছাই হইলোগো প্রেমের আগুনে।


মধুর লোভে প্রজাপতি
উড়ে ফুলের বনে
বসন্ত ফাগু্ণে সই গো
বন্ধু নাই মোর সনে।
অন্তর পুড়ে ছাই হইলোগো প্রেমের আগুনে।


অঙ্গ জ্বলা দগ্ধ জালা
মিটে দিনে দিনে
প্রেমজ্বালা মিটেনা সই
বন্ধুয়া বিহনে।
অন্তর পুড়ে ছাই হইলোগো প্রেমের আগুনে।


পিরীত জ্বালা সর্প দংশন
নিষ্কৃতি মরণে
বালুচর কয় রাইখো বন্ধু
মরিলে স্মরণে।
অন্তর পুড়ে ছাই হইলোগো প্রেমের আগুনে।


প্রেম শিখাইয়া গে্লায় বন্ধু আরেক ফাগুনে।
অন্তর পুড়ে ছাই হইলোগো প্রেমের আগুনে।