উদ্ভ্রান্ত পথিক সামনে ধু ধু সাহারা-
মরুর উষ্টে
দিকভ্রান্ত ছুটে
অতন্দ্র প্রহরায় স্বাধীনতা।


আর কত দূর যাবে—বাংলাদেশ ?
ক্ষত-বিক্ষত নতজানু দেহ
সবাই জানে, তবুও তোমায় বলেনা কিছুই কেহ।
কানে ভাসে মহাসমুদ্রের গর্জন
হিল্লোলিত অথৈ জলরাশি।
এবার থামাও রথ,
রাত পোহাবার নেই বেশি বাকি।


তুমি মহান বাংলাদেশ।
পোড় খাওয়া জীবনে আর কত অসুর নৃত্য
বিশৃঙ্খল পরিবেশ ?
ছুঁড়ে ফেলো তলোয়ার
ধরো শান্তির পতাকা হাতে।
গাও ঐক্যের গান
ঘোচাও আত্মদ্বন্দ্ব, ক্ষমতার ভাগাভাগি
যতঃ অবাঞ্চিত ব্যবধান।