কেমন হতো আবার যদি
বাংলা হতো এক
হোক না যত কঠিন তবু
দেখনা চেয়ে দেখ।


এপার-ওপার দুই পারেতে
কিসের ব্যবধান
কৃষ্টি-আচার চলাফেরায়
সবার একই মান।


অখণ্ড সেই বাংলা দেখে
রবীন্দ্র-নজরুল
হাসাহাসি করতো দুজন
ছাটতো দাঁড়ি-চুল।


ভারত বর্ষ উঠতো কেঁপে
দেখে সুন্দরবন
ভাইয়ে ভাইয়ে জমতো বুঝি
মধুর আলাপন।