ক্ষমা করো নীল সমুদ্র
আকাশের চাঁদ, জোসনা ভরা রাত
ফুসকা উঠা মরুর হাওয়া এবং
হিমাঙ্কের নীচের তাপমাত্রা।
আমি বেশ আছি।


সমুদ্রের নীল, জোসনা ভরা রাত
বাতাসের আদ্রতা কিংবা
বসন্তের শীতল হাওয়া
আমার জন্য নয়
আমার ডানায় পালক নেই।
আমাকে আর্য-অনার্য ভেবোনা
পশ্চাৎপদ নৃতাত্ত্বিক গোষ্ঠীতে আমাকে মানায় ভালো।


তোমাদের এত কারুকার্যময় জীবন
স্বপ্ন ঘুড়ির চাওয়া
বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্ব, আমার কাছে যন্ত্রণাময়।
কোন এক শুভলগ্নে পৃথিবীর জন্যই
আমার আবির্ভাব অতঃপর ঠিকে থাকা
ভোগান্তি ঢের হয়েছে
আমাকে ফেরৎ যেতে দাও
তোমরা রক্ত চাও,
কিন্তু আমার রক্তে এখনা আর লোহিত কণিকা নেই
সব ঝরে গেছে
চেটেকুটে খেয়ে ফেলেছে লাল পিঁপড়ে
আমাকে ফেরৎ যেতে দাও।