ওগো হ্নদয়হীনা
কত আর বলে যাবে আমি জানিনা।


এই বাঁশি তুলে শুধু
বেদনারই সুর
যত তুমি পর ভাবো
যাও চলে দূর।
লোকে বলে এ নিয়তি আমি মানিনা
কত আর বলে যাবে আমি জানিনা।
ওগো হ্নদয়হীনা।


পলাশ পরাগ দেখে
পাখি খায় চুম
প্রেমিক ভাবিয়া ফুলে
পড়ে যায় ধুম।
মধু খায় উড়ে যায় মতলব বুঝিনা।
কত আর বলে যাবে আমি জানিনা ।
ওগো হ্নদয়হীনা।


ভাবি মনে বারবার
ফুলে প্রেম কারবার
পাখি-ফুল যা পারে আমি কেন পারিনা
কত আর বলে যাবে আমি জানিনা ।
ওগো হ্নদয়হীনা।