দিনে দিনে বাড়ছে দেনা
খুন-খারাপি খুন
টনক তবু নড়ছেনা তো
ধরছে দেহে ঘুন।


জমার খাতায় জমছে শুধু
দেশ জনতার ঋণ
পুড়ছে যখন রোমের শহর
নিরো বাজায় বীণ।


আতংক আর আশংকাভর
রবির প্রতিদিন
শশীর মাঝে ভূতের আহার
পায়না কেহ চিন।


তেঁতুল গাছে ভূতের বাসা
কেঁচোর মাটি খায়
সর্ষে বিলীন হলে কি আর
ভূতকে দেখা যায়।