কে কে যাবি আয়রে তোরা-
বৃন্দাবনে যাই
প্রেমের হাটে নৃত্য করে গোবিন্দ আর রাই।


বাঁশি বাজে রাধে রাধের
অষ্ট সখী মন আহ্লাদে
ঘুরিয়া ঘুরিয়া নাচে
রাধিকা কানাই।
প্রেমের হাটে নৃত্য করে গোবিন্দ আর রাই।


জমছে রাধের কুঞ্জপুরী
হচ্ছে সেথায় হ্নদয় চুরি
পেখমে বুঁদ হয়েছেরে
শ্রীকৃষ্ণ গুসাঁই।
প্রেমের হাটে নৃত্য করে গোবিন্দ আর রাই।


দেবলীলার প্রে্মরসে
স্বর্গ-মর্তে কেউনা বসে
রূপ-রসের আস্বাদনে
আচ্ছন্ন সবাই।
প্রেমের হাটে নৃত্য করে গোবিন্দ আর রাই।
কে কে যাবি আয়রে তোরা বৃন্দাবনে যাই।