সাদা শাড়ি রাঙ্গা পাড়ে
খোঁপায় জবা ফুল
ছন্দ তুলে যায় যুবতী
আনন্দে খায় দোল।


নতুন রবির স্বপ্নে গড়া
পহেলা বৈশাখ
প্রাণ খুলে আজ নাচরে তোরা
বাজছে সাধের ঢাক।


বোশেখের এই মৃদু হাওয়ায়
হিন্দোলিত মন
দোয়েল ডাকে ঘুঘু ডাকে
আন্দোলিত বন।


আয়রে কৃষক আয়রে মজুর
আনন্দে গাই গান
অবাক চোখে বিশ্ব দেখুক
মোদের ঐকতান।