আজ কোন কবিতা নয়
লিখবো কবিতার খসড়া, পাণ্ডুলিপি
বরফস্তুপে জমা পড়ে আছে কত কথা, হাসি-কান্না।
আজ লিখবো রাজনৈতিক থাবা
প্রতিহিংসার বাড়াবাড়ি,নতজানু অর্থনীতি
বিবেকহীন মানবতা।
যেখানে থাকবে মানবসৃষ্ট ভূমিকম্প,বিপর্যয়
রানা প্লাজায় আটকে পড়া শাহিনার করুণ আর্তি।
কাটমুণ্ডুর প্রাকৃতিক বিপর্যয়
মানব সভ্যতার ধবংসলীলার পিঠে প্রকৃতি সোয়ারী।
সৃষ্টির তাচ্ছিল্যে ভরা পৃথিবীতে আজ
মানব স্রষ্টার পৃথিবী চারণ।
কবিতার পাণ্ডুলিপি জুড়ে তুলে রাখলাম-
হরিদ্র অর্থনীতি, নীতিহীন বল্গা হরিণ্।


আজ আর কবিতা নয়
কবিতার খসড়া, পাণ্ডুলিপি
তুলে রাখলাম সেদিনের জন্য
যেদিন পৃথিবী হবেনা মানুষের কাছে পদানত
আসবে নতুন মানব, গড়বে আবার পূনঃসভ্যতা
স্রষ্টার ইঙ্গিতে। আর চাবুক চালাবে
মানুষের খোলসে বন্দী ইতর সভ্যতার ধারক এক জনগোষ্ঠীকে
চরম অবজ্ঞায়, শ্লেষাযুক্ত বাক্যে সত্যের মাপকাঠিতে।
সেদিন কবিতা জাগবে
পাখির কোলাহলে, সমুদ্রের অবগাহনে
মন্দাকিনীর কল্লোলে।
আজ আর কবিতা নয়
তুলে রাখলাম কবিতার খসড়া, কবিতার পাণ্ডুলিপি।