১)
মানুষ তুমি শ্রেষ্ঠ নামে, কর্মে কেনো নয় তবে
প্রমাণ তোমার রাখতে হবে আসছো যখন এই ভবে।
স্মরণ করে দেখো মানুষ আসা তোমার কোন পথে
কোনবা পথে যাবে চলে মৃত্যু তোমায় নেয় যবে।
২)
সময় চলে আপন রথে স্থির কি কভু হয় কখন
যায়না দেখা ঘড়ির কাঁটা শুন্য খাঁচা হয় যখন।
কর্মতে রই আপনভোলা রইলো পড়ে খালি ঝোলা
মানুষ তুমি হইলে লাশে কেউ পাবেনা সেই তখন।
৩)
যতই করো বড়াই মানুষ তুচ্ছ হবে সব আয়োজন
ছল-চতুরী নেটিং-ফেটিং কাজ দেবেনা কাব্য লিখন।
রাত জাগা সব বৃথা হবে অশ্রু তোমার ঝরবে চোখে
ভাবো একবার বসে এখন এই পৃথিবীর কি প্রয়োজন।
৪)
গান কবিতা সুরের তানে মিথ্যে ঝলক তুলছে প্রাণে
ফুলের মালা বাসি হলে প্রিয়ার চুমুক আর কি টানে।
আসবে ফিরে রাঙা প্রভাত যেমন আকাশ তেমন বাতাস
সেদিন কি আর ভরবেরে মন সুরেলা সেই প্রিয়ার গানে?