চোখ মেলে যাই দেখে শুধু
মিথ্যে অহংকার
দুঃখের বোঝা ঠেলতে কে আর
হয়রে অংশীদার ?


নদীর ধারা যেমন ছুটে
বান্দে দু’খান তীর
কেউ কি ভাবে কেন করে
খড়কুটো সব ভীড়।


তরঙ্গ পায় আছড়ে পড়ার
লপ্ত অধিকার
স্রোতের টানে দুখের নদী
হয় কি পরিস্কার ?


স্রোতের মতো ভাবনাগুলো
যেনো নদীর জল
আপন মনে যায় ছুটে যায়
কোথায় অবিচল।