যদি কখনো দুঃখবোধ হয়
টিস্যু পেপারে মুখ মুছোনা-
চলে যেও সেই পুরানো পথে। অথবা
পাখির ডানায় ভর করে সমুদ্র সৈকতে, কোন এক পড়ন্ত বিকেল বেলা
যখন রক্তিম সূর্যের আভা পরিতাপে
আশ্রয় খুঁজে প্রকৃতির কোলে।


দেখবে সমুদ্রের আঁচড়ে পড়া ঢেউ
সফেদ ফেনা আর উড্ডীয়মান গাঙচিল
অবারিত সাগরের হাতছানি- কাছে এসো,আরো কাছে।
তীর ঘেঁষে মিনতি করে শত হাজার ভেঙে পড়া ঢেউ
প্রবোদ পাওয়ার আশায় ছুটে যায়
ফেরত যেতে চায়  আপনার আদিম ঠিকানায়।


তুমিও ছুড়ে দিও দুঃখগুলো ঐ সফেদ ফেনায়
অথবা আকাশের নীলিমায়
দুখের সমাপ্তি এলে
দেখবে , আর লাগছেনা তত অসহায়।