সেই সে কবে গেয়েছিলে, তোমার গলায় গান
হাজার বছর পরও শুনি, সেই সে সুরের তান।


যেমন করে সুরে সুরে
ছড়িয়ে ফুলের ঘ্রাণ
সন্ধ্যা এলে সেই ভূবনে
আজও ছুটে প্রাণ।
হাজার বছর পরও শুনি, সেই সে সুরের তান।


বাদল ঝরা রাতের তারা
করতে অভিযান
আকাশের ঐ বিজলী দেখে
সে কী অভিমান।
হাজার বছর পরও শুনি, সেই সে সুরের তান।


পুরানো সেই স্মৃতিগুলোর
দেই কি প্রতিদান
সুরের ঝলক নিত্য মনে
ছুটায় দ্রুতযান।
হাজার বছর পরও শুনি, সেই সে সুরের তান।


সেই সে কবে গেয়েছিলে, তোমার গলায় গান
হাজার বছর পরও শুনি, সেই সে সুরের তান।