দু’চোখে  কখনো যদি, করে টলমল
শ্রাবণো মেঘের কাছে চেয়ে নিও জল।


ঝরোঝরো বরিষণে
কদাপি পড়িলে মনে
আঁখি তব করিওনা
জলে ছলছল।
শ্রাবণো মেঘের কাছে চেয়ে নিও  জল।


ধরিয়ো হ্নদয়ে মম
প্রভাতী শিশির সম
মাড়ায়ে যেওনা চলে
থেকো অবিচল।
শ্রাবণো মেঘের কাছে চেয়ে নিও  জল।


দাঁড়ায়ো বাহিরে এসে
খোলা বাতায়নে বসে
বাতাসে আর্দ্রতা দেবে
পাবে মনোবল।
শ্রাবণো মেঘের কাছে চেয়ে নিও  জল।
দু’চোখে  কখনো যদি, করে টলমল।