আবিদ আলি পড়ছে বসে
অ আ ক খ ঐ
মাগো আমার মোবাইলটা
দেখছিনাতো কই ?


এই খোকা তুই পড়বি এখন
করবি হোম ওয়ার্ক
মোবাইল দিয়ে করবি কিরে
থাকনা বাবা থাক।


কী যে বলো মা যে তুমি
মোবাইলটা সব
সেকেলে মা আজও তুমি
করছো মিছে রব।


দেখছো না যে বাবা যখন
পায়না কিছু খোঁজ
মোবাইলটা মোর হাতে দিয়ে
স্বস্তি আনে রোজ।


মোবাইল যদি হয়না কাজের
তোমার কেন ভয়
বাবার থেকে লুকিয়ে কেনো
রোজই কথা হয়।


মোবাইলে আজ সবই মেলে
পড়ালেখা বই
দাওনা মাগো মোবাইলটা মোর
বলবে কথা সই।