(কবিতাটি স্বরবৃত্তে লেখা)


যুগে যুগে লিখছে কবি
কাব্য শত শত
কথার পিঠে বলছে কথা
নিত্য অবিরত।


তানসেনি তান মেঘমল্লার
আকাশ ফাটা রোদে
আজ কেনো আর হয়না এমন
আসছেনা যে বোধে।


ডিজিট্যালের এই যুগে হায়
টি-টুয়েন্টির ঠেলা
হিসাব-নিকাশ করে কে আর
ছন্দে ভাসায় ভেলা।


যে যা বলুক ছন্দ নিয়ে
চেলেঞ্জ রাখি তাকে
ছন্দ শুধু থাকবে টিকে
যুগান্তরের বাঁকে।