ধুর্ত শিয়াল বনের মাঝে
বসে আঁটে ফন্দি
কেমন করে মোরগটাকে
করতে পারে বন্দী।


রেকী করে ধরবে আজি
ফেলে তারে ফাঁদে
দেখবে শালা কোন পথে যায়
উড়াল দিয়ে চাঁদে।


বুদ্ধি করে চতুর শেয়াল
ওঁৎপেতে রয় বনে
ফন্দিটাতো বেশ হয়েছে
স্মরণ আছে মনে।


বনের মোরগ বনে থাকে
সব চালাকী জানা
আকাশ পথে উড়ে আসে
মেলে দুটো ডানা।


বনের দোলায় মোরগ দেখে
ঝোঁপে শিয়াল মামা
কেশ দুলিয়ে লেজ নাড়িয়ে
গাচ্ছে গীতি শ্যামা।


কি করিস তুই হেথায় শিয়াল
পিত্ত কাঁপে ডরে
ধুর্ত শেয়াল বলে মাগো
মরে গেলাম জ্বরে।