মরার পরে নাইবা যদি
থাকে আর জীবন
মুমূর্ষ যা বলে কি তা
ভেবেছিস কখন।


ধ্যান করিয়া দেখরে মনা
তোরই আপনজন
কোথায় ছুটে যায়রে চলে
একাকী তখন।
মুমূর্ষ যা বলে কি তা
ভেবেছিস কখন।


নাইওর শেষে নিতে আসে
বন্ধু পরিজন
যাবার আগে পায় দেখিতে
তাদের বিলক্ষণ।
মুমূর্ষ যা বলে কি তা
ভেবেছিস কখন।


পণ বান্দিয়া যায়রে ছুটে
ফেলে তার অর্জন
চোখ মেলিয়া দেখরে মানুষ
সাথে নেই স্বজন।
মুমূর্ষ যা বলে কি তা
ভেবেছিস কখন।


এ নয় শুধু কথার কথা
ভেবে দেখ কারণ
পারতো যদি বালুচর তা
করিতো বারণ।
মুমূর্ষ যা বলে কি তা
ভেবেছিস কখন।