শ্রম ছাড়া দুনিয়াতে
কিছু নাই আর
বেঁচে থাকা বড় দায়
বিনা রোজগার।


বাপে-মায়ে কাম করে
খেতে পাই ভাত
ভেবে যাই চোখে দেখে
বিধির তফাৎ ।


ঋতু এলে ফল-মুলে
বাজার সয়লাব
দেখে মনে খেতে চায়
স্বাদতো খোয়াব।


কাজ ছাড়া কেহ কিছু
দেয়নাতো ফ্রি
চুকি তাই পড়া লেখা
ইতি ক্লাস থ্রি।


মার কাছে গিয়ে দেখি
ভাঙছে মা ইট
মহাজনে দিছে রেট                        
ত্রিশ টাকা ফিট।


কাজ শেষে সারাদিনে
হয়না তো শ’
এত শ্রমে এই টাকা
ভেবে হই থ’।


সেই থেকে ঠেলা বেয়ে
বেচি মোর শ্রম
দিবস রজনী শেষে
ফের ফিরে ক্রম।


শিশু শ্রম কিনে যারা
তারা কয় রুখ
শুনে মনে হাসি পায়
জমা হয় দুখ।