কাকের চেয়ে কবি বেশি
লোকে বলে তাইনা
তাইতো আমি কবির বাড়ি
ভুলে কভু যাইনা।


বাড়ছে মানুষ বাড়ছে কবি
আঁকছে সবাই মনের ছবি
রবীন্দ্র নজরুল একজন
তবু কেন পাইনা।
তাইতো আমি কবির বাড়ি
ভুলে কভু যাইনা।


সকল কবি লিখছে আজি
লেখার মাঝে ফুটছে বাজি
নতুন কিছু কেন তবু
আপন করে চাইনা।
তাইতো আমি কবির বাড়ি
ভুলে কভু যাইনা।


গান-গল্প কি উপন্যাসে
কবিতা কি ভাববিন্যাসে
নজরুল-রবীন্দ্র ছেড়ে
আর কোন গান গাইনা।
তাইতো আমি কবির বাড়ি
ভুলে কভু যাইনা।