মাছের পোনা আজ দেখিনা
দেখি পোনার রেণু
মেঠো পথে বাজেনা আর
রাখালীয়া বেণু।


ডোবার জলে পোনার সাঁতার
ঐ ভাসে ঐ ডুবে
গরু নিয়ে যায়না রাখাল
উঠেনা কেউ সুবে।


লাল-কালো ঐ ডাগর পোনার
টাপুর-টুপুর খেলা
ক্ষুরের ধুলো নেই আকাশে
সকাল-সন্ধ্যাবেলা।


চুপটি মেরে পোনার নিচে
গজার সাঁতার কাটে
এঁড়ে বাছুর খুঁজতে গাভী
আজ দেখিনা মাঠে।