বর্ষার  কান্নায় নদী  পেয়ে জল
দুই তীর যায় ছুটে দূর অবিচল।
উপচে মাঠ-ঘাট মানেনা বারণ
ঝমঝমা বৃষ্টির আষাঢ় প্লাবন।
থৈ থৈ জলরাশি নেই পথ ঘাট
ছাতা মাথে দে ছুট গ্রামীণ হাট।
নৌ্কায় হনহন মাঝি টানে দাড়
ঠাঁই নেই এইটুক তবু পারাপার।
আষাঢ়ের  বরিষণ শংকায় মন
বন্যায় দোল খায় পুলকিত বন।
বলাকায় চুম খায় গগনের নীল
অপরূপ বাংলায় সুখ অনাবিল।