অ’এসে দাঁড়ায় পাশে, আ’কে বলে শোন
মোদের ছাড়া শব্দ গড়ে,সে আবার কোন?
আমরা হলেম আদি বর্ণ, স্বর মোদের নাম
ক খ চ-র কী বা মুরোদ,কী বা আছে দাম।
সংখ্যাতে হয় ওরা অধিক, গায় ধরে বল
এগার নয় ফেলনা কিছু,ঐক্যে গড়া দল।
স্বাবলম্বী কম কিসে? ব্যঞ্জন হয় কোন ছার
লাভ-ক্ষতির হিসেব কষে,আর যাবনা ধার।
শোনরে তোরা স্বরবর্ণ, এগার আমরা নই
অনুস্বার হয় মোদের জাত,ওটা গেল কই?
গায়ের জোরে নিছে তারা,ব্যঞ্জন এক চোর
প্রতিবাদ করতে তোরা,তুলরে সবাই শোর।