তোমাকে জিতবো বলেই
আমার জেতা হয়নি-
সে আমার অপরিনামদর্শীতার মাশুল।
অঙ্কুরেই বৃষবৃক্ষঃ অবিন্যস্ত মৃত্যুপুরী
অনন্ত মৃত্যুপথে নিরন্তর বিভিষীকাঃ
প্রতিক্ষণে মৃত্যু হয়। যেমন প্রতিদিন ভোর আসে।
তবুও নিয়ত প্রসারিত আমার হাত
তোমার-আমার অযুত দূরত্ব মাঝে।


অলীক কল্পনায় ভাবি;
হাতের মুঠোয় আকাশের চাঁদ
দীর্ঘায়িত হয় সময় ব্যয়ের ফিরিস্তি
অশুভ নদে শুধু হাবুডুবু-
অন্তরিক্ষে যেনো এক যন্ত্রমানব
অনিয়ন্ত্রিত আকাঙক্ষার ভেলা।


জীবাত্মার সাথে নশ্বর দেহের প্রেম
ভঙ্গুর-ক্ষণস্থায়ী।
শান্তির অশ্বারোহী তবু কেন ছুটে--- বুঝিনা।
কল্পনায় অবগাহন
ব্যর্থতায় জীবন-যাপন।
তোমাকে জিতবো বলেই
আমার জেতা হয়নি
সে আমার অপরিনামদর্শীতার মাশুল।