পীর-আউলিয়ার স্মৃতিধন্য
এই সিলেটের মাটি
শাহজালাল শাহপরানের দেশ
দেখতে পরিপাটি।


কুশিয়ারা-সুরমা নদে
মাঝি উড়ায় পাল
হাওর-বিলে মাছ ধরিতে
জেলে ছড়ায় জাল।


মনু-খোয়াই বিধৌত যার
তরপের অঞ্চল
দু’কূলে যায় খেলা করে
পাহাড়িয়া ঢল।


গৌড়ের রাজা গৌড় গোবিন্দ
লাউড়ের রাজা বিল
জৈন্তাপুরের শেষ সীমানায়
বর্ডার তামাবিল।


অপরূপ এই সিলেট ভূমি
দুটি পাতার দেশ
মন মাতানো পাহাড়-টিলায়
রঙিন পরিবেশ।


এসো বন্ধু বসতে দেবো
পেতে শীতল পাটি
আধ্যাতিক রাজধানীখ্যাত
সিলেট ভূমি খাঁটি।