স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই কোথাও
সময়ের গ্যারান্টি ছাই-চাইনা আর।
নদীও সাগরস্রোতে মিলনের
গ্যারান্টি কি পায়-আজকাল ?
এখানে-ওখানে হারকিউলিক ড্রাম
নিশ্চিদ্র স্লুইস গেইটঃ জলোচ্ছাসে গ্রাম-গঞ্জ ভাসমান।


হিসেব কষি না শতাব্দি কতদিনে
হিসেব কষি আর কতদিন বাকি মরণে
কি আর হবে জীবননামার কাবিনে।
স্রোতহীন জীবনে পদে পদে বিড়ম্বনা
কিছু ধরে রাখতে গেলেও যায়না
নানান ছুঁতোয় আটকে পথে
হারিয়ে যায় নল-খাগড়ার বনে।


ভাসমান জীবনের মূল্যই এইটুকুনঃ
যখন যা পায় আঁকড়ে ধরে
জীবনের সার্থকতা খুঁজে
প্লাবন এলেই আবার ছুটে চলা
আবার আটকায় অজানায়
বাইন তালাক লেখা তালাকনামায়।