চাঁদের পোয়াতি শেষে
জোছনা জন্মালে নভেঃ তারকারাজির সম্ভাষণ
ঈর্ষায় গ্রহানুর আদিক্যেতা অবলোকন
এমন পরশ্রীকাতরতায় জোছনাও প্রতিশোধের আদলে
মুখ ফেরায়,অন্ধকার আচ্ছাদনে।
দূর পৃথিবীতে দাঁড়িয়ে
তন্ময় চেয়ে রয় ভালবাসা সুখাশ্রু নয়নে
প্রীতির বন্ধন আজ গগনে।


ভালবাসার এমন রূপে বিমোহিত
অরণ্যরাজি, সমুদ্র হিল্লোলিত
হিন্দোলিত পর্বত
মানব-মানবী ভুঁদ নিমজ্জিত ভবে
দূরীভূত আঁধারের আশ্রয়স্থলে
শিঙ্গার-সঙ্গমে নতুন মানব শিশুর আবির্ভাব
স্পন্দিত হ্নদয়ে।


কলরব বাড়ে,প্রেম আসে, শেষ হয় প্রতীক্ষার প্রহর
আবর্তনের মায়াবী স্নেহে
অবাঞ্চিত জীবনচক্রের ক্রমাগত কষাঘাতে
যৌবনের ক্ষয়িষ্ণুতায়
পরিক্রমার অবসান বেলায়-নক্ষত্র শিশুর চোখে
মানব ভ্রুণ ভালবাসা অন্বেষণে
সৃষ্টির দ্রুতযান।