ভাদ্র শেষে নদ-নদীতে
বেলাশেষের টান
নূঁইয়ে পড়া ধানের ডগা
খুঁজে ফিরে প্রাণ।


নদীর তীরে জটলা করে
দুষ্টু কিশোর দল
ঐপারে যাই সাঁতার কেটে
চলরে সবাই চল।


বিশাল নদের জলরাশি
আজ কোথাও নাই
মাছের বড় বিপদ আজি
নেই কোথাও ঠাঁই।


দূর গগনে ঐ শোনা যায়
নবান্নেরই ডাক
ডানা মেলে যায় উড়ে দেখ
বলাকারই ঝাঁক।


বাংলা মায়ের বিচিত্র রূপ
কাশের বনে দোল
হরষে গায় দোয়েল শ্যামা
নাচ করে বুলবুল।