ধর্ম নিয়ে বাড়াবাড়ি
করছে যত জাতি
দুর্গতি ভোগান্তি ছিল
তাদের নিত্য সাথী।


সমাজে আজ দুরন্তভাব
সম্প্রীতিতে ভাটা
ধর্মতে নেই আস্তা কারো
ধর্ম যেন কাঁটা।


কেউবা আবার অপব্যাখ্যায়
ধর্ম লেবাস পরে
ইচ্ছে মতোন ফতোয়া দিয়ে
যাচ্ছে ধারন করে।


ধর্মেতে নেই জবরদস্তি
বিশ্বাসই যার মন্ত্র
ধর্ম পুস্তক ঘেটে দেখো
মূলে সমান তন্ত্র ।