শ্রাবণ মেঘের হাট বসেছে
বৃষ্টিতে আজ নাচ ধরেছে
ঝরছে অবিরাম।
গাছের পাতায় রিনিঝিনি
মেতে ওঠে ধাম।


খুকীর মুখে মিষ্টি হাসি
মেঘবালিকা বাজায় বাঁশি
চুপসে ভেজা কাক।
তেপান্তরে যায় ছুটে ঐ
বলাকারই ঝাঁক।


শরতের এই হিমেল হাওয়ায়
মন  ভরে কি এমন পাওয়ায়
চিত্তে লাগে দোল।
জোড়া শালিক শাখে বসে
করছে হুলস্তুল।


কিচির মিচির পাখির গানে
যায় ছুটে মন আকাশপানে
ডানায় করে ভর।
বৃষ্টি তুমি টাপুর টুপুর
রসিক রূপনাগর।