ইংরেজিতে রিলিজিয়ন
আরবিতে হয় দীন
ভিন্ন ভাষায় ভিন্ন নামে
দেখি ইহার চিন।


বস্তুতে রয় যে গুণাগুণ
তাকে বলি ধর্ম
পরিশ্রমের ফসল হলো
মানবজাতির কর্ম।


ধর্মতো নয় কর্ম কভু
ঐশ্বরিক বিধান
স্রষ্টা মেলে ডাকলে মনে
সমর্পনে প্রাণ।


সৃষ্টি যে এক ঘোররহস্য
বৃথা চেষ্টা ভেদ
ধ্যান-সাধনায় চিত্তে আনে
জীবন চলায় ছেদ।