আসমান ফাটি গরম বারৈ
জান বারৈয়া যায়
গাছরতল আর ফ্যানরতলে
জানে আরাম পায়।


হকলোর জানে আরাম খুঁজৈন
মানুশ-গরু-যান
আটকি আটকি চলে গাড়ি
বুকুত লাগে বান।


আশ্বীন মাসো ইজাত গরম
দেখছৈন্না কেউ আর
চৈত মাইয়া রদির গরম
তায়ৈন আর কোন ছার।


আগর দিনো ভাদো মাসো
হুকাই যাইত খাল
আশ্বিন মাসো শীত আইতো
কাত্তিত লাগতো শাল।


মানুশর এই উল্টা-পাল্টায়
প্রকৃতি নেয় শোধ
গরমর মাঝে আসমানভরা
ঠাঠা পড়া রোদ।