ক)
নদী-নালা-বিল
কোথা গাঙচিল?
শরতের জোসনায় হাসে ঝিলমিল।
খ)
এই নেই সেই নেই
ভাবনায় নেই খেই
যত ভাবি তত দেখি যেই ছিল সেই।
গ)
পদ-গদি সমাচার
হামেশা কদাকার
চেয়ারেতে বসে ভাবে সফদার ডাক্তার।
ঘ)
মানবোনা পরাজয়
যতদিন প্রাণে সয়
দুই হাতে লুটে নেবো কাকে করি ভয়?
ঙ)
কৈলাশ নহে দূর
শঙ্খের শুনি সুর
দেবী এলো ঐ বুঝি মারিতে অসুর।