১)
খেলার মাঠে রেফার চলে, বাজিয়ে বাঁশি হরদম
সে কি ভয়ে এমন করে,নাকি সাহস একটু কম।
গোলের বলে গ্যালারিতে, দর্শক যখন যায় ফেটে
কাঁপে শুধু বল রেফারি,মাঠে যেন পড়ছে বোম।
২)
রাস্তা-ঘাটে চলেছে গাড়ি, চলছে দেখি মানুষজন
কার আগে কে যাবে চলে, দৃঢ় মনে করছে পণ।
খানা-খন্দক অথৈ পানি,এই কি কেহ কম জানি
উল্টে গাড়ি মরছে রোজই, মরছে কত হারাধন।
৩)
বাড়লে হঠাৎ গাছের আগা,প্রকৃতি তা ভেঙে দেয়
এই সমাজে বাড়লে কিছু,কেউ দেখিনা খবর নেয়।
পিঁয়াজ বাড়ে রসুন বাড়ে, বাড়ে নানান দ্রব্যাদি
তবু আমরা কেউ শিখিনা,করিনা কেউ অনু-মেয়।
৪)
গরম তেলে ভাঁজতে গেলে, লাফায় উঠে কড়াইর মাছ
এই ক’দিনের গরম জ্বালায়,সব মানুষের তেমন সাজ।
ধার ধারিনা নিয়ম-বালাই, ধ্বংস করছি পরিবেশ
প্রতিশোধের নেশায় কি তাই,প্রকৃতির রূপ এমন আজ?