ঝন ঝনাঝন শব্দ যেন
আঘাত হানে বুকে
পরাশক্তির হুংকারে আজ
বাঁচা অনেক ঝুঁকে।


মারছে বোমা পুড়ছে শহর
উঠছে ‘কাশে শিখা
ধুম্রজানের ঘোলাজলে
মারছে কেহ চিকা।


শক্তিতে আজ কেউ ছোট নয়
কেউ কারোনা ডরে
সবাই ছুটায় পাগলা ঘোড়া
আনবে যেন ধরে।


ত্রাসে কাঁপে তৃতীয় দেশ
নিশ্চিত অবরুদ্ধ
দোরগোড়ায় কি আসলো তবে
আরেক বিশ্ব যুদ্ধ।