রঙধনু কি বৃষ্টি থেকে
রঙগুলো তার পায়
কি করে তা সাজায় ধনু
তারই বিশাল গায়।


অংক কষে খুকুমনি
পায়না কোন মিল
প্রশ্নরা সব মাথার মাঝে
করে তার কিলবিল।


সন্ধ্যা এলে সূর্য কোথায়
থাকে সারা রাত
সূর্যিমামা রাগ করে কি
যায় সরে তফাৎ।


চাঁদের আলোয় খুঁজে খুকু
চন্দ্র সওদাগর
পুতুল ঘরে রেখে তারে
করতে সমাদর।