দেব-দেবীরা স্বর্গে থাকে
মর্তে নামে কোন লোভে
ঘটা করে বোধন শেষে
ছুড়ে ফেলে কি ক্ষোভে?


শ্রদ্ধা ভক্তি যায় করে হায়
যে প্রতিমার অঙ্গেতে
সাজতে দেবী কম করেনা
দেখে সবাই রঙ্গেতে।


উপচে পড়ে রূপ-গরিমা
উপস্থাপন হয় ন্যুডে
চমকে ওঠে ঝলসানো চোখ
পূণ্যার্থীরা রয় মুডে।


মুর্তি গড়ে অচ্যুতের দল
পবিত্র হয় কিভাবে
ধুম্র মাঝে খুঁজলে অসুর
দেবী কভু কি পাবে?