দোলছে হরিৎ ধানের ডগা
উড়ছে ফুলের পাঁপড়ি
করতে বাসর পরবে মাথায়
সোনালু রঙ পাগড়ি।


বাতাস ছড়ায় ফুলের সুবাস
লাগছে নাকে এসে
দুধ সাদা সব পাঁপড়ি যেন
ঝরছে মধুর রসে।


কাস্তে নিয়ে ব্যস্ত কিষাণ
পড়ছে গাঁয়ে সাড়া
নতুন ধানে ভরতে ভাড়ার
কিষাণিদের তাড়া।


পিঠা-পুলি আর নাইওরি
আসবে বাপের বাড়ি
এমন মধুর বাংলা থেকে
কে যেতে চায় ছাড়ি।