কাঁটা গাঁয়ে ছোট্ট গাছে
ঝুলছে দেখে লুকলুকি
গর্বভরে আকাশ থেকে
টিপনি কাটে আমলকি।


তোমার গায়ে হাত বুলালে
তুলতুলে হয় যাও দেখি
দাঁতের কামড় খেয়ে আমি
বরাবরই এক থাকি।


আমায় মুখে পুরলে লোকের
দেখছো কভু মুখটা কী
মধুর রসে যায় গেয়ে গান
বনের যত পাখ-পাখি।


ডবল স্বাদে আমার গঠন
মিষ্টি কষা নেই বাকি
আমায় খেয়ে পানি খেলে
রসগোল্লা দেই ফাঁকি।