পাঁচ ওয়াক্ত যাই পড়ে নামাজ ক্বেবলা করে ক্বাবারে
সুরা ক্বেরাত পড়ি ঠিকই, ধ্যান থাকে কি সেই ধারে।
সমস্যা আর হিসেব যত আয়না ধরে অবিরত
একাগ্রতার ঘাটতি নিয়ে ডাকছোরে ভাই কাহারে।


পাকা মসজিদ পড়ছি নামাজ এবাদতে ব্যাঘাত নেই
হুজুর তবু উঠেন বলে মসজিদটা কি থাকবে সেই?
সবাই কেমন সামনে বাড়ে চাকচিক্যতে নজর কাড়ে
বাড়ালে হাত সবাই মিলে,টাইল-এসি লাগিয়ে দেই।


মসজিদের এক পাশের বাড়ি,বস্তিতে রয় নিঃস্বজন
চললে এসি শীতল হাওয়া যায় ভেসে দূর বিলক্ষণ।
আরাম করে পড়ছে নামাজ,কবর তাদের বে-খবর
সেথায় আছে কোন সে এসি,ঠাণ্ডা বিলোয় সারাক্ষণ?


জামাত আদায় করতে লাগে মনোরম এক পাকাঘর
কোথায় লিখা আছে যেতা,নাহলে নেই কোনো ভর।
ইবাদত আর বন্দেগীর মূল, তার কাছে হও সমর্পন
কামিয়াব সেই হবে জানি,যেজন রাখে খোদায় ডর।