বর্ণবোধে প্রথম কবিতা;
না না, ফাজলামো নয়ঃ
শুনুন তবে-


অ-তে অজগর। অজগর ঐ আসছে তেড়ে
আ-তে আম। আমটি আমি খাবো পেড়ে।
সেই ছোটবেলায় হাতে খড়ি
মাষ্টার মশায়ের হাতে ছড়ি।
বাপরে বাপ!
বাবার কড়া নির্দেশ- পড়ার জন্য সাত খুন মাফ।
কবিতায় মনযোগ।


প-তে পড়া। পড়াশুনা করে যে গাড়ি…
ওটা এখন বাজে,নিরর্থক
বড় ভাইয়ের হাত ধরে উঠে যাও টপাটপ।


ট-তে টাকা। টাকার বড় কিছু নেই
ঠ-তে ঠাকুর। ঠাকুর ঘরে কে রে?
মুসলমানের ছেলে,তাই ওটা বাদ
ঠ-তে ঠগ। ঠগ বাছতে গাঁ উজাড়।


আজ ট-টাই আসল কবিতা
বাল্যকালে পড়া শিশুতোষ কাব্য
এতেই সব হয় দ্রাব্য।
নেই এখন মাষ্টার মশায়ের ছড়ি
সর্বত্র ঐ ট-এর ছড়াছড়ি
বাঘের চোখও মেলে- যখন ট-টা ধরি।