লিখবে কবিতা, লিখবে ছড়া-প্রবন্ধ
গল্প-উপন্যাস মনের আকুতি জীবনের কথকতা
মনের কল্পনা,মনের ঔশ্বর্য, প্রিয়ার তিলের আলপনা
প্রকাশক নেই,যন্ত্রের লাল বার্তা
ছাপাখানা আজ বন্ধ।


গভীর রাতে মিনার চড়ে
আসন গেঁড়ে জ্বীনের বাদশা
লেখক তুমি অপাঙ্খক্তেয়। তুমি অর্বাচীন
কখনো তুমি মুক্তমনা, কখনো তুমি জাত-পাত মানোনা
মানোনা ধর্ম। তুমি নাস্তিক।


প্রাগৈতিহাসিক গুপ্ত গহ্বরে
নিত্য আপ-ডেটেড হয় মস্ত তালিকা
হলোইনের মুখোশ,ঝুলানো ব্যাগ
চিকচিক করে লম্বা চাপাতি
লেখক, তোমার জন্য নয় এ ধরিত্রী।


তুমি লিখে রাখো ইতিহাস
তুমি লিখে যাও কাব্য। মনুষ্য মনের অব্যক্ত যন্ত্রণা
তুমি চর্বণ করো, তুমি কলম ধরো-
তুমি সাধু সাজো। তুমি জানোনা-
আমরা জানি-সব সবই তোমার কূমন্ত্রণা।


কেউ নেই কেহ নেই
তুমি অসহায়।
লিখার আগে আপনার তরে
আগে করো হায় হায়!