একটি বীজদানা কালক্রমে এক মহীরূহ
শতাব্দীর সাক্ষ্য,সময়ের ধারাপাত,জীবনের দিনপঞ্জি
মিথ্যে বাতুলতায় অবজ্ঞা করে
শিরদাঁড়া ভেঙে চুরমার।


একদা জীবনবোধের ক্ষয়িষ্ণুতায়
হারায় যৌবন,প্রিয় গান-ফিকে হয় বিশ্বাস
ম্লান জ্যোতিহীন পাঙ্গসে দেয়ালে ঠাঙানো রঙ-তুলিতে আঁকা
মোনালিসার চিত্রকর্ম।


উন্মাদ উন্মাদনায় ছুটে চলা খরস্রোতা নদে
কত নৌকো ডুবি,পালের ভাঙা মাস্তুল
উৎখাত প্রাচীন জনবসতি
উদ্বাস্তু পিতৃপুরুষের কবর।
শেকড় উপড়ে বটবৃক্ষ-পরাধীন পুরুষানুক্রম।


একদা কোন সে কবি বসে
বটবৃক্ষের তলে বসে এঁকে গিয়েছিলো
বিরহী বধুর ভাঙা হ্নদয়ের ফিনকীৎপাদিত
বিরহজ্বালা, নব্বধুর বাসর রাতের সবটুকু সুখ
কবিতার পাতা ভরে।


লক্ষ্যচ্যুত বেয়াড়া স্বপ্নেরা -
নক্ষত্রের আদলে স্থান বদলায়
প্রাপ্তীর আশায়।
ফের বিচ্যুত হয়।ঝরে পড়ে-
বৈধব্য বসনে আচমকা ঝড়ে।