আমার খোঁজে মরলি ভবে
আমার আমি না চিনে
কোন সেতারে বাজেরে সুর
জুড়ে দেয়া তার বিনে।


একহাতে বাজে-না তালি
ঘুচেনা তাই মনের কালি
বন্ধকীতে আটকে পড়িস
মহাজনের ঋণে।
কোন সেতারে বাজেরে সুর
জুড়ে দেয়া তার বিনে।


আমার আমি করতে সুখী
নিলিরে তুই বাকীর ঝুঁকি
বাড়াস দেনা চক্র সুদে
বাড়াস দিনে দিনে।
কোন সেতারে বাজেরে সুর
জুড়ে দেয়া তার বিনে।


বালুচর কয় ভবের মায়া
ক্ষণিকের ঐ মেঘের ছায়া
নিমিষে যায় তেপান্তরে
চড়ে হাওয়ার জীনে।
কোন সেতারে বাজেরে সুর
জুড়ে দেয়া তার বিনে।