কেউ লিখে প্রবন্ধ
একাল-সেকাল-কবিতা।
বিশ্ব রাজনীতি আর সীমাবদ্ধতার কালা কানুন
অনুর্বর ফসলি মাঠ।
মনের চিত্রপটে শব্দের অট্টালিকায়
মজবুত গাঁথুনিতে বিনির্মাণ করেন কবি-
শব্দের পিরামিড।
সোনা-দানা,মনি-মুক্তো কিংবা
থাকেনা কোন আলপনা। থাকে-
হ্নদয়ভাঙার গান,মনুষ্য মনের উত্তাল ঢেঊ
ভালবাসার কাঙালিপনাঃ প্রেয়সীর শেষ চিঠি
সযত্নে সাজিয়ে রাখা প্রথম প্রেমস্পর্শ
ভগ্ন হ্নদয়ের পরতে পরতে।


সুখের পায়রা উড়ে
ডানপিটে রঙিন পাখার প্রজাপতি
দল বেধে স্বার্থের অণুবলে ফুল থেকে ফুলে
কখনো আবার দলছুট
দোল খায় বাগানে,জানালার পাশে
বাছুরের নরম শরীরে-কিশোরীর চুলে।
ক্ষণস্থায়ী সুখের আবর্তে স্বপ্নের ডানা
তবু আনমনে ভাবি হায়! তুমি কতইনা অচেনা।